Best 300+ Short & Long Bangla Caption (বাংলা ক্যাপশন) In 2022

2022's best bangla caption, bengali caption for fb, fb caption bangla...........

আপনি কি বেষ্ট বাংলা ক্যাপশন খুঁজছেন? তাহলে এই ব্লগ পোস্ট আপনার জন্য।

সোশ্যাল মিডিয়া ফোটো আপলোড করতে গেলে তার সাথে অবশ্যই একটি সুন্দর bangla caption দরকার হয়। তা নয়তো ফটো আপলোড করলে মনে হয় ফটোতে কিছু না কিছু অভাব আছে। তাছাড়া একটি ক্যাপশন এর মাধ্যমে মনের অনুভূতি ও শেয়ার করা যায়।

একটি মানের মতো বেষ্ট ক্যাপশন খুঁজে বের করা মুখে কথা না। কিন্তু এখন থেকে আর সেটা নিয়ে ভাবতে হবেনা। কারণ আমার চেষ্টা করেছি এবার সেরা ক্যাপশন বাংলা গুলো আপনাদের উপহার দিতে। আশাকরি আপনাদের fb caption bangla পছন্দ হবে। আপনার এই ওয়েবসাইট বুকমার্ক করে রাখুন যাতে করে আগামীতে কখনো যদি আপনার ফটোর জন্য good bengali caption দরকার হলে দেখতে পারেন।
bangla caption

2022's best bangla caption

  • জীবন হলো বইয়ের সেই পৃষ্ঠা,, যা কেউ কখনো পড়িনি!!
  • হয়তো আমি অনেক সুন্দর না,, তবে আমার একটা সুন্দর মন আছে,, যেটা কেবল সুন্দর মনের মানুষ অনুভব করতে পারে!!
  • আমি care করি না যে তুমি কালো না ফর্সা, খাটো না লম্বা, মোটা না পাতলা, সমকামী না উভকামী, যদি আপনি আমাকে সম্মান করেন তবে আমিও আপনাকে সম্মান করবো!!
  • বন্ধুত্বের সবচেয়ে বড় উপহার হল, বুঝতে পারা আর বোঝাতে পারা!
  • প্রতিটি সূর্যাস্ত পুনরায় নতুন করে শুরু করার সুযোগ!!
  • আমাকে বুঝতে হলে বুদ্ধি নয় ভালোবাসা প্রয়োজন!!
  • যদিও গল্পটা ব্যর্থতায় ভরা, তবুও আমি আমার গল্পে সেরা!
  • জীবনে এমন কাউকে ভালোবাসো, যে তোমাকে ভালোবাসতে না পড়লেও, তোমাকে সম্মান করবে!!
  • Camera...দিয়ে মানুষের ছবিটা তুলা যায় But চরিত্রটা নয়!
  • স্কুলের গেটের সামনে আইসক্রিম বিক্রি করা লোকটা আজও আছে, শুধু হারিয়ে গেছে শৈশবটা!
  • প্রয়োজন ফুরিয়ে গেলে জানিয়ে দিও - অভিনয় করো না!
  • চঞ্চল ছিলাম পরিস্থিতি আমায় শান্ত থাকা শিখিয়ে দিয়েছে!!
  • আমি চাঁদ চাইনা, সে উঠবে রাতে। T আমি রাত চাইনা, সে হারাবে প্রভাতে। আমি ফুল চাইনা, সে ঝরবে দিনের শেষে, চাই একটা সুন্দর মন, যা কখনো ভুলবেন না আমাকে!
  • আপরের সাহায্য নিয়ে ঋণী হতে চাইনা,, অপরকে সাহায্য করে ঋণী করতে চাই!!
  • অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে, যাদের নিজের চরিত্র ঠিক থাকে না!!
  • সবার সাথে তাল মিলিয়ে চলা, আমার পক্ষে সম্ভব নয়-কারন আমি মানুষ তবলা নই!
  • হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে!!
  • ভালোবাসাটা দামী হয় না ভালোবাসার মানুষটা দামী হয়!!
  • পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা!
  • সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন!!
  • লম্বা নিঃশ্বাস নিয়ে বলো আজকের দিনটা খারাপ গেছে, কাল নিশ্চয়ই ভালো যাবে!!
  • আমি আমার সবচেয়ে ফেভারিট!!
  • আমি এমন একজন মানুষ, যার দোষ থাকলে হাজার বার সরি বলতে রাজি। আর যদি না থাকে তো, যা করেছি বেশ করেছি আবার করবো!!
  • সময়ের চাকা চলতে থাকে পাল্টে যায় সব রূপ, বিগত স্মৃতি চিনতে শেখায়, কোনটা মুখোশ, আর কোনটা মুখ!!
  • ডিলিট যত তাড়াতাড়ি হয়, ডাউনলোড তাড়াতাড়ি হয় না, সেটা এপ্লিকেশন হোক বা সম্পর্ক!!
  • পর্দা’ত’ সেই মেয়েই করে, যে নিজেকে মুল্যবান মনে করে এবং নিজের মুল্য বুঝতে পারে!!
  • যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করবেনা তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে অবশ্যই বোঝেন!!
  • অন্যকে দেখে নিজেকে বদলাবে কেন? তুমি এমনিতেই সুন্দর!!
  • আমার আনন্দ গুলা হয়ত Made in china. তাই বেশীদিন টিকে না!!
  • এ কেমন স্কিন Complexion ভাই? - মাঝে মাঝে ফর্সা লাগে, মাঝে মাঝে শ্যামলা!!
  • কঠিন পরিস্থিতি আমি রাস্তা পরিবর্তন করিনা, বরং আমি নিজেই নিজের একটা নতুন পথ তৈরি করে নিই!!
  • একলা হতে হতে দেওয়ালে পিঠ ঠেকেছে তাই/নিজেই নিজের সেলফি তুলে লাইক দিয়ে যাই!!
  • দুটো জিনিস আমি মেনে চলি, যেটা আমার সেটা অন্য কারোর হতে দেই না। আর যেটা অন্য কারো সেটা আমি চাইনা!!
  • গার্লফ্রেন্ড আছে বলে অহংকার করার কিছু নাই রে ভাই, খোঁজ নিয়ে দেখো ওটা তোমার একার না গোটা পৌরসভার!!
    bengali caption for fb

unique bengali caption for fb 

  • Someone :তোমার প্রতি আমি অনেক দুর্বল- Me: তাইলে ভিটামিন খা!!
  • মনটা আমার সত্যি খুব নরম, না হলে সামান্য পেয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে এত পানি বের হয়??
  • বাসর রাতে যদি বিনা রক্তপাতে যুদ্ধ হয় তাহলে বুঝে নিবেন দেশ আগেই স্বাধীন হয়ে গেছে!!
  • যেটা চেয়েছি সেটা পাওয়া আমার সফলতা, আর যা হারিয়ে ফেলেছি সেটা আমার শিক্ষা!!
  • আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি তাদের ভাবনাকে নিয়ে কখনো ভাবিনা!!
  • সুন্দর মুহূর্ত গুলো কখনো অপেক্ষা করে না, তাই সুন্দর মুহূর্তের প্রতিটি সেকেন্ডকে উপভোগ করে নিতে হয়!!
  • অপরকে ছোটো করার আগে নিজেকে বড় বলে প্রমাণিত করে দেখাও!!
  • সময় থামানো যায় না, এটি শুধুমাত্র ব্যবহার করা যেতে পারে!!
  • আমি ততোক্ষণ ভদ্র যতক্ষণ পর্যন্ত আপনি ভদ্রতার যোগ্য!!
  • সম্পর্ক গড়ার আগে, রক্ষা করা শেখাটা জরুরি!!
  • আপনার মূল্য তারাই দিবে যারা,, এই মূল্যটা দেওয়ার ক্ষমতা রাখে,, তাই মূল্য খুঁজতে মূর্খতার মাঝে হারাবেন না!!
  • আমার প্রশংসা আমার পিছনে করুন,, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন! যদি আপনি সঠিক হন,, আমি নিজেকে শুধরে নেব! আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেবো!!
  • আমি জাস্ট আমি! অন্য কারো কাছে না হলেও মায়ের কাছে দামী!
  • না কাউকে ভরসা করি না কাউকে ভয় করি,, যেটা করি নিজের ইচ্ছামতো করি!!
  • আমার প্রিয় বন্ধু হলো আয়না,, কারণ আমি যখন কাঁদি সে তখন হাঁসে না!!
  • প্রতিটি সূর্যাস্তও একটি সূর্যোদয়, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এটি তার উপর নির্ভর করছে!!
  • “একাকিত্ব” তও অনেক ভালো, অন্তত এ তো আর আমায়, এক ফেলে যাবে না!!
  • যত করবি চালাকি, পরে বুঝবি এর জ্বালা কি!!
  • জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল "সময়" ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে দেয়!!
  • কিছু গল্প একদম একই রকম থাকে। সাজানো গোছানো পরিপাটি। শুধুমাত্র Only me তে!!
  • শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে,‌ বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে!
  • আচ্ছা প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য টা কি?-কাউকে দেখে ভালোলাগাটা হল "প্রেম" আর তাকে ভুলতে না পারাটা হল "ভালোবাসা"
  • নিজেকে কখনো ছোট ভেবোনা, যদি একটি পিপরে নিজেকে ছোট ভাবত তাহলে তার থেকে আকারে বড়ো খাবারকে নিজের বাসায় বয়ে নিয়ে যেতে পারতনা!!
  • পৃথিবীতে সত্যি কেউ কারো নয়,, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়,, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়!!
  • একটি বই একশ বন্ধুর চেয়ে ভালো,, একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান!!
  • অতিরিক্ত আঘাত পেলে, মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায়!!
  • তুমি কি পারো না আমায় একটু খুঁজতে? তুমি কি পারো না আমায় তোমার সঙ্গী করতে? পারোনা বন্ধু ভেবে একবার বলতে আই মিস ইউ!!
  • কোথাই খুঁজবাে তাকে? সে তো হারায়নি, বদলে গেছে!
  • তুমিও বোঝ আমিও বুঝি বুঝেও বুঝি না, তুমিও বলো আমিও বলি তবে সোজাসুজি না!
  • অবশ্যই শেয়ার করুন fb caption bangla.
  • জন্ম নিয়েছি- কারাে মনের মতাে হওয়ার জন্য নয়, বরং নিজের মতাে করে বাঁচার জন্য!!
  • প্রেমে না পড়লে বোঝা যায় না, বুকের ভিতরে এত রকমের অনুভূতি লুকিয়ে থাকে!!
  • ভালােবাসাটা কমেনি, শুধু প্রকাশ করাটা ছেড়ে দিয়েছি!!
  • জীবন টা যদি সিনেমার মতাে হতাে, তাহলে হয়তাে সবার ভালােবাসার গল্প টাই পূর্ণতা পেতো!!
  • দুঃখ কারো একার নয়, কোনো না কোনো ভাবে পৃথিবী সবাই দুঃখী!!
  • হতে হলে একটি সুন্দর ঘাসফরিং এর মত নয় একটি পরিশ্রমী পিপীলিকার মত হও যাতে ভবিষ্যতে কারো কাছে হাত না পাততে হয়!!
  • ১৪ ই ফ্রেব্রুয়ারি বৃষ্টি হোক, মে'কআপ ধুয়ে ব্রেকআপ হোক!!
  • ভালােবাসা ভালাে, কিন্তু অতিরিক্ত ভালােবাসা ভালাে না,, অতিরিক্ত ভালােবাসলে পরে সেই ভালােবাসায় তােমার কষ্টের কারণ হয়ে!!
  • আসলে কেউ কারো নয়,, কিছুটা মায়া আর কিছুটা অভিনয়!!
  • নিজের শিক্ষা, স্বভাব, মানসিকতা এমনভাবে তৈরি করাে, যাতে রাত ৯ টায় একটা মেয়ে তােমাকে দেখে ভয় নয়, ভরসা পায়!!
  • আপনি যেটা ভালোবাসেন সেটি করুন ও যেটা করবেন সেটাকে ভালোবাসুন!!
  • বড় লোকের মত অ্যাটিটিউড নিয়ে লাভ নেই,, কারণ আমরা মধ্যবিত্ত!!
  • চেষ্টা করুন সেই সমস্ত লোকের থেকে দূরে থাকতে যারা আপনার সাফল্যের সময় পাশে থাকে ব্যর্থতার সময় নই!!
  • কে রাখে কার খোঁজ, নতুন কাউকে পেলে সবাই নিখোঁজ!!
  • আমি আকাশের মতো তোমার ঘরের বাইরে থাকি, আমি বাতাসের মতো বাঁশির সুরে তোমায় ডাকি!
  • আমারও Attitude কম ছিলো না! জন্মের পর দুই বছর কারো সাথে কথা বলিনি!!
  • অসম্ভব তো তাদের জন্য, যারা চেষ্টায় করে না!
  • বাঙ্গালীরা সহজে কোন কিছু বিশ্বাস করে না, তাই ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলে জিজ্ঞাসা করে, কিরে ঘুমাচ্ছিলি?
  • আফসোস করার চেয়ে, ঝুঁকি নেওয়া ভালো!
  • যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায়, তার প্রতি কোন মোহ থাকে না!!
  • বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠছে, ঐ লাইফে শুধু বাঁশটা খাইলাম চাঁদটা গেলো কই?
  • হ্যাঁ বদলে গেছি, সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি!
  • কি অদ্ভুত তাইনা? প্রেমও তার সাথেই হয়, যে আমাদের কপালে নেই!
  • Just একটু খানি smile করে দেখো নিজেকে আর অন্যকেও সুন্দর লাগতে শুরু করবে!
  • সুখি হতে চাও? খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে!
  • আমি হাঁসতে ভালােবাসি কারণ, হাঁসিটাই তাে দুঃখ লুকানাের একমাত্র অস্ত্র!
  • কষ্টের সবচেয়ে বড় ঔষধ এবং চিকিৎসা হলো ধৈর্য ধারণ করা!!
  • কাউকে ভালোবাসতে কয়েক মুহূর্ত লাগে মাত্র, আর ভালো রাখতে গেলে গোটা জীবনটাও কম পড়ে যায়!
  • নামাজ পড়েই দেখুন, অশান্তি নামক শব্দটি হারিয়ে যাবে...ইনশাআল্লাহ.!
  • বন্ধুত্ব কখনাে হাড়ায় না, হাড়িয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না!
  • ইচ্ছাগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে, লোকের কথায় কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে!
  • জীবনে এমন জায়গায় পৌঁছাবো যেখানে লোক আমাকে Block নয় search করবে!
শেষ কথা 
একটি ছবিতে একটি ক্যাপশন এই ছবির মূল আরো অনেক বেশি বাড়িয়ে তোলে। তাছাড়া যদি আপনার facebook এ ফটো পোষ্ট করলে লাইক কমেন্ট কম আসে। তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া facebook caption গুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। আশাকরি আগে থেকে লাইক কমেন্ট বেশি আসবে। এবং একটি সেরা ক্যাপশন আপনার ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ করে থাকে।

COMMENTS

BLOGGER: 1
  1. আমি সবচেয়ে সুন্দর ক্যাপশন গুলো এখানে পেয়েছি। ধন্যবাদ bblog24 কে

নাম

ক্যাপশন,1,ফজরের নামাজের সময়,1,ভালোবাসার কষ্টের ছন্দ,1,ম দিয়ে মেয়েদের ইসলামিক নাম,1,স্ট্যাটাস,3,Bangla Caption,1,bengali caption for fb,1,facebook bio,1,fb bio,1,fb caption bangla,1,
ltr
item
bblog24: Best 300+ Short & Long Bangla Caption (বাংলা ক্যাপশন) In 2022
Best 300+ Short & Long Bangla Caption (বাংলা ক্যাপশন) In 2022
2022's best bangla caption, bengali caption for fb, fb caption bangla...........
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbUDk6XS2o1IXtNA-AYQfIJCAJNhCV9IBz3G8kfYTH6FhFDVaQJxbyEUWXpbmTXGfZM0GQDlbnTpyq7IItabUr79lfAZI1FezKcg0wfo9iw-gkKhxOG-j_-LmgaYCufaBGjfEr50SJCGoJjsepDSkSdiTM03GC2dEbdB7AnppQGDJW9AvqRJa5sFa1VA/s16000/20220710_215107.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbUDk6XS2o1IXtNA-AYQfIJCAJNhCV9IBz3G8kfYTH6FhFDVaQJxbyEUWXpbmTXGfZM0GQDlbnTpyq7IItabUr79lfAZI1FezKcg0wfo9iw-gkKhxOG-j_-LmgaYCufaBGjfEr50SJCGoJjsepDSkSdiTM03GC2dEbdB7AnppQGDJW9AvqRJa5sFa1VA/s72-c/20220710_215107.webp
bblog24
https://www.bblog24.com/2022/07/bangla-caption.html
https://www.bblog24.com/
https://www.bblog24.com/
https://www.bblog24.com/2022/07/bangla-caption.html
true
5951230323873461914
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content